বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক শহিদুল আলম: প্রধান উপদেষ্টা


বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক শহিদুল আলম: প্রধান উপদেষ্টা

গাজা অভিমুখী ঐতিহাসিক নৌবহরে অংশ নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা এবং বিশেষ করে বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের অবস্থা সরকারের নিবিড় নজরদারিতে আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, “২০১৮ সালে হাসিনা সরকারের সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য ১০৭ দিন কারাবাসে যে সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতা শহিদুল আলম দেখিয়েছিলেন, সেই একই চেতনা ও সাহস নিয়ে তিনি এই অভিযানে অংশ নিচ্ছেন। তিনি আজ বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক।”

জাতিসংঘ সাধারণ পরিষদের গত মাসের অধিবেশনে দেওয়া নিজের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, “অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ঔদাসীন্য বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা গাজায় দেখছি। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, হাসপাতাল, স্কুলসহ একটি গোটা জনপদ নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে।”

প্রধান উপদেষ্টা দৃঢ়তার সঙ্গে বলেন, “আমরা শহিদুল আলমের পাশে আছি, গাজার পাশে আছি—এখন এবং চিরকাল।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×