বিদেশে থাকা বাংলাদেশিদের হজে যেতে হবে দেশ থেকেই
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:১৪ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের হজে অংশ নিতে সরাসরি সৌদি আরব যাত্রা নিষিদ্ধ করা হয়েছে; তারা অবশ্যই বাংলাদেশের হজ কোটার মাধ্যমে সৌদি আরব যেতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা সম্প্রতি হজ এজেন্সিগুলোকে এ বিষয়ে সতর্ক করে চিঠি দিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রতিবছর বিদেশে থাকা বাংলাদেশিরা বাংলাদেশের হজ কোটায় ভিসা নিয়ে হজ পালন করেন। কিন্তু কিছু কিছু এজেন্সি নিয়ম ভেঙে বিদেশে বসবাসরত হজযাত্রীদের সরাসরি সৌদি আরবে নিয়ে যাচ্ছে, যা হজ ব্যবস্থাপনায় সমস্যা তৈরি করছে।
মন্ত্রণালয় উল্লেখ করেছে, কোনো দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রীকে অন্য দেশ থেকে সৌদি আরবে যাওয়া নিষিদ্ধ। এটি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আবশ্যিক নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখিত।
এছাড়া, সৌদি আরব কর্তৃপক্ষ প্রত্যেক হজযাত্রীকে ফ্লাইট তথ্যসহ প্রি-অ্যারাইভাল ডেটা আগেই নির্ধারিত সিস্টেমে জমা দিতে বাধ্য করেছে। সৌদি বিমানবন্দরে পৌঁছানোর পর হজযাত্রীদের নির্দিষ্ট হোটেলে নিয়ে যাওয়া হয় এবং তাদের পাসপোর্ট হেফাজতে রাখা হয়।
চিঠিতে হজ এজেন্সিগুলোকে জানানো হয়েছে, বিদেশ থেকে সরাসরি হজযাত্রী নেওয়া সৌদি সরকারের নির্দেশনা অমান্য, বিমানের সিট ব্যবস্থাপনায় সমস্যা এবং হজ কার্যক্রমে সমন্বয়ের অসুবিধা সৃষ্টি করে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য, সরকার এজেন্সিগুলোকে বাংলাদেশ থেকে হজযাত্রীদের পাঠানোর ব্যবস্থা করতে অনুরোধ করেছে। ব্যত্যয় হলে সংশ্লিষ্ট এজেন্সির উপর দায় চাপাবে।