প্রধান উপদেষ্টার সঙ্গে কসোভোর প্রেসিডেন্টের বৈঠক
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১২:৫৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে কসোভোর প্রেসিডেন্ট ভিওসা ওসমানির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার, ২৪ সেপ্টেম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাইডলাইনে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
এর আগে একই দিনে ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন। অধিবেশনে যোগ দেওয়ার আগে তিনি উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন, চিলির সাবেক প্রেসিডেন্ট ও মানবাধিকার বিষয়ক জাতিসংঘের সাবেক হাইকমিশনার মিশেল বাচেলেট এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে পৃথক বৈঠক করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে গত রোববার রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।