রেলওয়ে পুলিশের ২৪ থানায় অনলাইন জিডি সেবা চালু
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:৩১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫

রেলওয়ে পুলিশের অধীনে থাকা ৬ জেলার ২৪টি থানায় আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো অনলাইন জিডি সেবা। এ উদ্যোগের মাধ্যমে ধাপে ধাপে দেশের প্রতিটি থানায়ই অনলাইনে জিডি করার সুযোগ উন্মুক্ত হবে।
রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত প্রধান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ব্যারিস্টার জিল্লুর রহমান এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এখন থেকে থানায় না গিয়েও নাগরিকরা অনলাইনে যেকোনো ধরনের জিডি করতে পারবেন। আমরা আশা করি, এ উদ্যোগ জনগণের ভোগান্তি কমাবে এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
অনলাইনে জিডি করার নিয়ম
১. প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করতে হবে।
২. একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে বারবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই, যেকোনো সময় সেবা গ্রহণ করা যাবে।
যদি রেজিস্ট্রেশন বা জিডি করতে কোনো অসুবিধা হয়, তবে ২৪ ঘণ্টা খোলা থাকা হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে রেলওয়ে পুলিশ।