ক্লাব দে মাদ্রিদে যোগদানের আমন্ত্রণ পেলেন ড. মুহাম্মদ ইউনূস
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০১:০৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সংগঠন; ক্লাব দে মাদ্রিদে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন ক্লাব দে মাদ্রিদের প্রেসিডেন্ট দানিলো তুর্ক। এ সময় তিনি ড. ইউনূসকে ক্লাবটির সদস্য হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
দানিলো তুর্ক বৈঠকে ক্ষুদ্রঋণ ক্ষেত্রে ড. ইউনূসের অবদানের ভূয়সী প্রশংসা করে বলেন, “এর বৈশ্বিক প্রভাব অসামান্য।” পাশাপাশি তিনি বলেন, “আপনি যদি আমাদের অনুষ্ঠানে অংশ নেন আমরা আনন্দিত হবো। বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে আপনার দৃষ্টিভঙ্গি আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।”
বাংলাদেশে চলমান রাজনৈতিক রূপান্তর প্রসঙ্গে তুর্ক বলেন, জুলাইয়ের অভ্যুত্থান বিশ্বজুড়ে বিস্ময়ের সৃষ্টি করেছে। এই ধরনের পরিবর্তনগুলো বৈশ্বিকভাবে গভীরভাবে বোঝা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
বৈঠকে তিনি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এসব প্রচেষ্টা আন্তর্জাতিক ক্ষেত্রে অনুকরণীয় উদাহরণ হয়ে উঠতে পারে।
উত্তরে ড. ইউনূস আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “বাংলাদেশে চলমান গণতান্ত্রিক সংস্কারের অভিজ্ঞতা আমি বিশ্বমঞ্চে তুলে ধরতে আগ্রহী।” তিনি আরও বলেন, “আমরা এখনো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, কীভাবে দেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে নেওয়া যায় তা খুঁজে বের করছি। আমাদের মনোযোগ এই পথেই স্থির।”
বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।
ক্লাব দে মাদ্রিদ হলো একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেখানে সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীরা তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বজুড়ে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের প্রসার ও মানবকল্যাণে ভূমিকা রাখেন।