ইইউর কমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক


ইইউর কমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিবের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, বৈঠকে দুই পক্ষ সুশাসন, নারীর ক্ষমতায়ন, দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু সহনশীলতা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। এসব বিষয়ে ইইউর সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম এবং মানবিক সহায়তায় ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি, দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও গভীর ও কার্যকর করতে বাংলাদেশের প্রস্তুতির বিষয়টিও তিনি পুনরায় তুলে ধরেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×