বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:৩৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। বৈঠকে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণ, রাজস্ব ও ব্যাংক খাতের সংস্কার, চট্টগ্রাম বন্দর পুনরুজ্জীবন এবং আঞ্চলিক অর্থনৈতিক সংহতি সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।
স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া ডলার পুনরুদ্ধারের বিষয়েও আলোচনা করা হয়।
অজয় বাঙ্গা ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, ড. ইউনূস বিশ্বব্যাংকের অবিচল সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চুরি হওয়া অর্থ উদ্ধার ও চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন ও সংস্কারে বিশ্বব্যাংকের সহায়তা কামনা করেন।
ড. ইউনূস বলেন, চট্টগ্রাম বন্দর লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে এবং আঞ্চলিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি। চলুন, একসঙ্গে উন্নয়ন করি। তিনি আরও উল্লেখ করেন, নেপাল ও ভুটানসহ ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য চট্টগ্রাম বন্দরের উন্নয়নের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হতে পারে।
অজয় বাঙ্গা বৈঠকে বলেন, টেকসই ও উচ্চ প্রবৃদ্ধির জন্য ব্যাংক এবং রাজস্ব খাতের শক্তিশালী সংস্কার অপরিহার্য।
বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়-সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।