রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেপ্তার


রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীদের আকস্মিক মিছিল ও বড় সমাবেশ ঠেকাতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাত থেকে শুরু হওয়া ডিএমপির থানা পুলিশ ও গোয়েন্দা শাখার যৌথ অভিযানে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত অন্তত ৫০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এ সময় রাজধানীর পান্থপথে পানি ভবনের সামনে থেকে ককটেলও উদ্ধার করেছে ডিবি পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ফার্মগেট, পানি ভবন ও তেজগাঁও এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা চালাচ্ছিল, যার মাধ্যমে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছিল। এ অবস্থায় ডিএমপির বিভিন্ন টিম দ্রুত অভিযান চালায়।

তিনি আরও বলেন, তেজগাঁও এলাকায় মিছিলের চেষ্টা করার সময় ককটেলসহ বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশের সূত্রে জানা গেছে, পৃথক এক অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, আজ বিকেল ৫টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

ডিএমপির সর্বশেষ তথ্যে বলা হয়েছে, সাঁড়াশি অভিযান এখনো চলছে। গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×