উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্র উপদেষ্টা


উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জে আগামী দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ তিনি রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনের পর ব্রিফিংয়ে বলেন, পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে পূজা উৎসবের জন্য ৩২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে এবং প্রতিটি মণ্ডপে পাঁচশ কেজি চাউল বিতরণ করা হয়েছে।

তিনি জানান, প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে আনসার সদস্যরা দায়িত্বে থাকবেন। তাদের সঙ্গে স্বেচ্ছাসেবক, পূজা উদযাপন কমিটির সদস্য, পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, এবারের পূজা উৎসব অতীতের যে কোনো সময়ের চেয়ে শান্তিপূর্ণ ও আনন্দমুখর হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপ রয়েছে। প্রতিটি মণ্ডপে ৭–৮ জন পূজা উদযাপন কমিটি, আনসার, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৮০ হাজার স্বেচ্ছাসেবকও সহায়তা করবেন।

উপদেষ্টা আরও জানান, এবার পূজামণ্ডপের আশেপাশে বড় ধরনের মেলা বসতে দেওয়া হবে না। তবে কিছু দোকান বসতে পারবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×