নতুন বই কবে হাতে পাবে শিক্ষার্থীরা, জানালেন অর্থ উপদেষ্টা


নতুন বই কবে হাতে পাবে শিক্ষার্থীরা, জানালেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা জানুয়ারিতে নতুন পাঠ্যবই হাতে পাবেন।

রোববার (২১ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, নতুন বই ছাপানোর দায়িত্ব কারা পাবেন, তা চলতি মাসের মধ্যেই চূড়ান্ত করা হবে।

তিনি উল্লেখ করেছেন, গত বছরের বই ছাপানোর কাজে অনিয়মের অভিযোগ পাওয়া ব্যক্তিদের এবার দায়িত্ব দেওয়া হবে না।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×