দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যাচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:০১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশে নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজা সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উত্তরায় র্যাব সদর দপ্তরে দেশের সার্বিক পরিস্থিতি ও র্যাবের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের তিনি বলেন, “এখনো দুর্গাপূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি। ঢাকাসহ দেশের প্রতিটি পূজামণ্ডপে প্রস্তুতি চলছে। এর মধ্যেই পার্শ্ববর্তী দেশ নানা অপপ্রচার চালাচ্ছে। আমাদের সেই দিকে খেয়াল রাখতে হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, “৫ আগস্টের আগে র্যাবের কার্যক্রম ভিন্ন ছিল, তবে বর্তমানে তাদের কর্মকাণ্ড প্রশংসার যোগ্য। অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধারসহ র্যাব অনেক ভালো কাজ করছে।”
তিনি বলেন, “দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। কয়েকটি জায়গায় ছোটখাটো ঘটনা ঘটতে পারে, যা হয়তো অসাবধানতাবশত। তবে প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে।”
লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উল্লেখ করেন, “গতকাল পঞ্চগড়ে ঘটনার ভিত্তিতে পার্শ্ববর্তী দেশ মিথ্যা সংবাদ প্রচার করছে। সাংবাদিকদের অবশ্যই এসব মিথ্যা প্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য ছাপাতে হবে। পূজামণ্ডপ কমিটিকেও সতর্ক থাকতে হবে।”
এক প্রশ্নের উত্তরে তিনি জানান, “বিগত সরকারের সময় যারা অবসরে গেছেন, তাদের পুনঃনিয়োগ নিয়ম মেনেই করা হচ্ছে। এমন নিয়ম আগে থেকেও ছিল, এবং এখনও প্রযোজ্য।”