ঢাকায় বৃষ্টি হতে পারে আজ


ঢাকায় বৃষ্টি হতে পারে আজ

রাজধানীবাসীর জন্য আজকের দিন শুরু হয়েছে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ দিয়ে, আর আবহাওয়া অফিস জানাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর পর্যন্ত। যদিও শেষ ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া সর্বশেষ আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।

এর আগের দিন, বুধবার (১৭ সেপ্টেম্বর), ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার সকালে রেকর্ড করা হয় দিনের সর্বনিম্ন তাপমাত্রা - ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×