লন্ডনে ডিম নিক্ষেপ করা সেই গাড়িতে ছিলেন না উপদেষ্টা মাহফুজ


লন্ডনে ডিম নিক্ষেপ করা সেই গাড়িতে ছিলেন না উপদেষ্টা মাহফুজ

লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারের পর আওয়ামী লীগের কর্মীরা যেসব গাড়িতে ডিম নিক্ষেপ করেন, সেগুলোর মধ্যে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি ছিল না বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

হাইকমিশনের পোস্টে বলা হয়, উপদেষ্টা মাহফুজ আলম ওইদিন লন্ডনে দুটি অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে প্রথমটি বিকেল ৪টায় ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ (সোয়াস)-এ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জুলাই মাসের গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সোয়াস ও বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে। নির্ধারিত সময়েই উপদেষ্টা অনুষ্ঠানে যোগ দেন।

পোস্টে আরও জানানো হয়, অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগের প্রায় ১৮ জন কর্মী সোয়াসের সামনে স্লোগান দিতে থাকেন। তবে উপদেষ্টার গাড়ি প্রবেশে কোনো বাধা সৃষ্টি হয়নি। আয়োজকদের অনুরোধে পুলিশ আগেই কড়া নিরাপত্তা নিশ্চিত করেছিল। উপদেষ্টা ও হাইকমিশনের কর্মকর্তারা ভেতরে প্রবেশের পর পার্কিং এলাকায় থাকা কয়েকটি খালি গাড়িতে দুষ্কৃতকারীরা ডিম ছোড়ে।

অনুষ্ঠান শেষে মাহফুজ আলম ও হাইকমিশনের কর্মকর্তারা একাধিক গাড়িতে করে সোয়াস ত্যাগ করেন। পরে হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী রাস্তায় শুয়ে বাধা সৃষ্টি করার চেষ্টা করে এবং তাতে ডিম নিক্ষেপ করে। পুলিশ সঙ্গে সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের সরিয়ে দেয়।

হাইকমিশনের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সন্ধ্যা সাড়ে ৭টায় মাহফুজ আলম নির্ধারিত সময়েই বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ হাইকমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং উপদেষ্টার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×