পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ১৮৬৬


পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ১৮৬৬

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনে মোট ১ হাজার ৮৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সারা দেশে পরিচালিত অভিযানে ১ হাজার ৩২০ জন ওয়ারেন্টভুক্ত এবং মামলাসংশ্লিষ্ট আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও ৫৪৬ জনকে অন্যান্য অভিযোগে গ্রেফতার করা হয়।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, “গ্রেফতারকৃতরা রাজধানীর তেজগাঁও এলাকার রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজের পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশ নেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।”

অন্যদিকে, শুক্রবার রাজধানীর মিরপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আরও দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। তারা হলেন - মো. আরিফ উদ্দিন (৪৬) ও হাফিজুল ইসলাম শামীম (৪৬)।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×