জ্বর হলেই ডেঙ্গুর পরীক্ষা করানোর পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:৪১ পিএম, ০৫ অক্টোবর ২০২৫

ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। একদিনেই ৯ জনের মৃত্যুর ঘটনায় জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে জ্বরের উপসর্গ দেখা দিলেই সঙ্গে সঙ্গে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার, ৫ অক্টোবর এক সরকারি বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মঈনুল আহসান বলেন, “আজ এক দিনে ডেঙ্গু রোগে ৯ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক।” তিনি জানান, এ দিন মারা যাওয়া ৯ জনের মধ্যে ৭ জনই হাসপাতালে ভর্তি হওয়ার দিনই প্রাণ হারান। দেরিতে হাসপাতালে আসার কারণে তাদের শারীরিক অবস্থা জটিল পর্যায়ে পৌঁছে গিয়েছিল, ফলে চিকিৎসকদের পক্ষে সময়মতো কার্যকর চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।
বাকি দু’জন রোগীর মধ্যে একজন ভর্তি হওয়ার পরদিন মারা যান বলে জানান তিনি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোগীরা দেরিতে চিকিৎসা কেন্দ্রে আসায় জটিলতা বাড়ছে এবং চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই কোনো ধরনের জ্বর দেখা দিলেই দেরি না করে নিকটস্থ হাসপাতালে গিয়ে ডেঙ্গুর পরীক্ষা করানোর অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু চিকিৎসা নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।” বর্তমানে দেশের সকল হাসপাতালে ডেঙ্গু শনাক্তে পর্যাপ্ত পরিমাণ টেস্ট কিট, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের মজুত রয়েছে বলেও জানানো হয়।
তবে মৃত্যুহার কমাতে হলে রোগ দ্রুত শনাক্ত, নির্ধারিত গাইডলাইনের আলোকে চিকিৎসা এবং মশক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলেও সতর্ক করে অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে চলতি বছরে এক দিনে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে ২১ সেপ্টেম্বর একদিনে ৯ জনের মৃত্যু হয়েছিল, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। এবার সেই সংখ্যা আবার ছুঁয়ে ফেলেছে।
জনসচেতনতা এবং সময়মতো চিকিৎসা গ্রহণই পারে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখতে, এমনটাই মনে করছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।