শহিদুল আলমের জাহাজের উপর দিয়ে উড়ে যাচ্ছে সামরিক বিমান
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:২৫ পিএম, ০৫ অক্টোবর ২০২৫

সমষ্টিগত মানবতার এক উদ্যোগে যুদ্ধবিধ্বস্ত গাজায় পৌঁছানোর উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। ত্রাণ বহরে একজন সদস্য হচ্ছেন বাংলাদেশের সুপরিচিত আলোকচিত্রী শহিদুল আলম। রবিবার (৫ অক্টোবর) উপকূলে পৌঁছানোর কথা থাকলেও যাত্রা এখন বিলম্বিত হয়েছে। সেখানে থেকে তিনি মাঝেমধ্যে সামাজিক জালে ছবি ও ভিডিও দিয়ে সঙ্কটের চিত্র ভাগ করে নিচ্ছেন।
বহরে থাকা কয়েকজন সহযাত্রী সম্প্রতি তাদের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। একজন সহযাত্রী বলেন, "আমাদের জাহাজের উপর দিয়ে বেশ কয়েকটি সামরিক বিমান উড়ে যাচ্ছে। যা বেশ অপ্রয়োজনীয়। তারা হয়তো কোনোভাবে আমাদের সম্পর্কে কোনো তথ্য পেয়েছে। আমরা নিশ্চিত নই যে তারা ইসরায়েলি কিনা। তবে আমাদের ধারণা, ভয় দেখাতে তারা এমন করছে।"
আরেক সিনিয়র যাত্রী জানিয়েছেন যে তারা গাজাবাসীর জন্য ওষুধ এবং বিভিন্ন স্বাস্থ্যসামগ্রী বহনে করছেন—এমনটি জাহাজের পেছনে রাখা জিনিসপত্র থেকেই স্পষ্ট। সেখানকার একজন চিকিৎসক বলেন, "আমরা গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশের জন্য যাত্রা করেছি। যেন তারা গাজা পুননির্মাণের শক্তি পায়। আমি আশাবাদী যে আমরা খুব শিগগিরই সেখানে পৌঁছব। যদি এই নৌকায় না পারি তবে আরেক নৌকায় পারব।"
আরও একজন অংশগ্রহণকারী আক্ষেপ ও আশা মিশ্রিত কণ্ঠে বলেন যে গাজা সম্পর্কিত বহু সংবাদ তিনি পড়েছেন ও শুনেছেন; সেখানে গেলে অনুভূতিটাই আলাদা হবে। তিনি বলেন, তিনি ধ্বংসের খবর জানেন, কিন্তু পুনর্নির্মাণে বিশ্বাস রাখেন এবং আশাবাদী যে এই গণহত্যাও শেষ হতে পারে। তাঁর কথায়, "আমি বিশ্বাস করি যে এই গণহত্যা শেষ হতে পারে।"
ফ্লোটিলার সদস্যরা বলছেন—যদিও সম্মুখভাগে সামরিক বিমান দেখা গেলে তা উদ্বেগের কারণ হলেও, তাদের লক্ষ্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং গাজাবাসীর পাশে দাঁড়ানোই।