অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বৈঠকে সাত দলের নেতারা


অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বৈঠকে সাত দলের নেতারা

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন সাত রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় এ বৈঠক শুরু হয়। এতে অংশ নেয় এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।

পর্যবেক্ষক মহলের মতে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ ধারাবাহিক সংলাপ জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে গত রোববার (৩১ আগস্ট) ড. ইউনূস বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে বৈঠক করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×