প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল যমুনায়
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:৩২ পিএম, ৩১ আগস্ট ২০২৫
.png)
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল যমুনায় প্রবেশ করেছে।
রোববার (৩১ আগস্ট) বিকেল সোয়া ৪টায় দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার যমুনা বাসভবনে পৌঁছান।
আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা রোববার তিনটি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত এবং এনসিপিকে আলোচনা সভার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
প্রথমে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, বিকেল ৩টায় বিএনপি, সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপি বৈঠকে অংশ নেবে। তবে পরে প্রেস উইংয়ের এক বার্তায় জানানো হয়, বিএনপি তাদের বৈঠকের সময় পরিবর্তন করে সন্ধ্যা ৭টায় অংশ নেবে।