পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি বৈঠক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:২৭ পিএম, ৩০ আগস্ট ২০২৫

রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর লাঠিচার্জসহ সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা চলছে। এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা শনিবার (৩০ আগস্ট) জরুরি বৈঠকে বসেছেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম জানান, গণঅধিকার পরিষদের ওপর লাঠিচার্জের সময় পুলিশ ও সেনা বাহিনীর সামনে লাল পোলো শার্ট পরা এক ব্যক্তি ছাত্রনেতা সম্রাটকে এলোপাথাড়ি লাঠিপেটা করছিল। তিনি নিজেকে পুলিশ সদস্য দাবি করেছেন, তবে এখনো তার নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
নজরুল ইসলাম আরও বলেন, এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক চলছে। যে ব্যক্তি সম্রাটকে মারধর করেছে তার আটক বা পরিচয় উদঘাটন সম্পর্কে এখনই মন্তব্য করতে চাই না। কাজ চলমান রয়েছে।
ঘটনার পটভূমি অনুযায়ী, শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিজয়নগরে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ ঘটে। দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে। গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে লাঠিচার্জে সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দল। তারা এটিকে রাজনৈতিকভাবে ভীতি প্রদর্শনের চেষ্টা হিসেবে অভিহিত করেছে।