মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৪:০৬ পিএম, ২০ আগস্ট ২০২৫

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২০ আগস্ট) দুপুর ৩টা ১৮ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত হয় দুপুর ২টা ৩৭ মিনিটে।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পাওয়ার পর মহাখালী, গুলশান ও তেজগাঁও ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। তবে যানজটের কারণে সব ইউনিট সময়মতো পৌঁছাতে পারেনি। পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে বেশ কয়েকটি কাঁচা ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।