স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, অধ্যাদেশ জারি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:১৬ পিএম, ১৯ আগস্ট ২০২৫

সরকার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের নিয়ম বাতিল করে একটি অধ্যাদেশ জারি করেছে। এই অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এ বিষয়ে অধ্যাদেশে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন আইন সংশোধন করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় মনোনয়নের আইনি সুযোগ থাকবে না।
স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ১ জুলাই এই সংক্রান্ত চারটি অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। পরে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদন এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সম্মতিসহ অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকার সিটি, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীকের মাধ্যমে ভোটের বিধান আইনবদল করেছিল। এবার সেই বিধান সংশোধন করে নির্দলীয় প্রতীকে ভোটের ব্যবস্থা নেওয়া হলো।
অন্তর্বর্তী সরকারের করা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও আগে থেকে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল।