নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে কৃষি মার্কেট পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা


নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে কৃষি মার্কেট পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশজুড়ে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিক্রয় রোধে জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

শনিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মার্কেটে পৌঁছান তিনি।

মার্কেটে উপস্থিত থাকাকালীন তিনি গাড়ি থেকে নেমে বিভিন্ন দোকান পরিদর্শন করেন। দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং পলিথিন ব্যবহারের ক্ষতিকারক দিক তুলে ধরে তাদের নিরুৎসাহিত করার চেষ্টা করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×