প্রধান বিচারপতির বাসায় মার্কিন রাষ্ট্রদূত


প্রধান বিচারপতির বাসায় মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বৈঠকটি বিচারপতির বাসায় অনুষ্ঠিত হয় এবং তা চলমান অবস্থায় রয়েছে। আলোচনায় দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার রক্ষা ও আইনের শাসন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার রাজধানীর গুলশানে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গেও বৈঠক করেন ট্রেসি অ্যান জ্যাকবসন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সচিব ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান এরিক গিলান।

সূত্র জানিয়েছে, আলী রীয়াজের সঙ্গে বৈঠকে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় নির্বাচন, জাতীয় সনদ এবং ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এছাড়া সোমবার জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও বৈঠক করেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×