নির্বাচনে আস্থা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ: সিইসি


নির্বাচনে আস্থা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ: সিইসি

নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনর্গঠন এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, ভোটারদের কেন্দ্রে আনা একটি বড় কাজ, আর এ জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে।

শনিবার (৯ আগস্ট) সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, “আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা একটি বড় চ্যালেঞ্জ। তবে নির্বাচনের সময় ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে।”

তিনি আরও জানান, গত নির্বাচনে যারা প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্বে থেকে সমস্যা তৈরি করেছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নাসির উদ্দিন আশ্বাস দিয়ে বলেন, “আগামী নির্বাচনে নির্বাচন কমিশন কারও পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×