সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক বৃহস্পতিবার


সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক বৃহস্পতিবার

অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে হতে যাচ্ছে উপদেষ্টা পরিষদের বৈঠক।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করবেন। বৈঠকে উপদেষ্টারাও উপস্থিত থাকবেন। 

এর আগে গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×