দুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৪৮ পিএম, ৩০ জুলাই ২০২৫

দুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়, আজ (বুধবার) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খানকে সচিব পদে উন্নীত করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
অপরদিকে, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) তসলিমা কানিজ নাহিদাকে সচিব পদে উন্নীত করে বাংলাদেশ সরকারি কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।