অভিজ্ঞতা অর্জনে যুক্তরাষ্ট্রে সফর, অবসরের এক সপ্তাহ আগে


অভিজ্ঞতা অর্জনে যুক্তরাষ্ট্রে সফর, অবসরের এক সপ্তাহ আগে

অবসরে যাওয়ার মাত্র কয়েক দিন আগে সরকারি সফরে যুক্তরাষ্ট্র গিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন। ৪ আগস্ট তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, তার এক সপ্তাহ আগেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে রওনা হন। এই সফর ঘিরে প্রশাসনের বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, কারণ তাঁর এই অভিজ্ঞতা ভবিষ্যতে আর কাজে লাগানোর সুযোগ থাকবে না।

গত শনিবার তিনি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘সোশ্যাল প্রটেকশন অ্যান্ড লেবার নলেজ এক্সচেঞ্জ ইভেন্ট’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে দেশ ছেড়েছেন। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নারগিস খানম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান, যুগ্ম সচিব মো. নাজমুল আহসান এবং আইএসও প্রকল্পের পরিচালক গোলাম মোস্তফা।

মন্ত্রণালয়ের অফিস আদেশ অনুযায়ী, ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এই সম্মেলন চলবে, যা বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে আয়োজিত হচ্ছে। সফর শেষে প্রতিনিধি দলকে একটি অভিজ্ঞতাভিত্তিক প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিতে হবে।

তবে সচিবের এ সফরকে ঘিরে প্রশ্ন তুলেছেন মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি বলেন, সচিবের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাই এই সম্মেলনে তিনি না গিয়ে অন্য কেউকে যাওয়ার সুযোগ দিতে পারতেন। এতে সম্মেলন থেকে পাওয়া জ্ঞান ও অভিজ্ঞতা মন্ত্রণালয়ের কাজে লাগানো যেত।

এ নিয়ে সচিব ড. মো. মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোনে সাড়া পাওয়া যায়নি এবং পাঠানো খুদে বার্তারও জবাব মেলেনি।

এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, চার দিনের সফরে একটা টিম গেছে, সেখানে উনি (মো. মহিউদ্দিন) নেতৃত্ব দিচ্ছেন। মন্ত্রণালয়ের স্বার্থেই আমি তাঁকে পাঠিয়েছি। বিশ্বব্যাংকের আমন্ত্রণে তারা গিয়েছেন। সচিব অবসরে যাবেন, আরেকজন আসবেন তারপর পাঠাব এটা তো হয় না। আর এটি তো এত বড় কিছু নয়।

সফর নিয়ে প্রশাসনিক মহলে বিতর্ক চললেও, বিশ্ব ব্যাংকের আয়োজিত এই সম্মেলনে অংশ নেওয়াকে মন্ত্রণালয় কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×