ফার্মগেটে এক্সপ্রেসওয়ের পিলারে বিআরটিসি বাসের ধাক্কা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:৩০ পিএম, ২৯ জুলাই ২০২৫

রাজধানীর ফার্মগেটে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি পিলারে বিআরটিসির একটি দোতলা বাস ধাক্কা দেওয়ার ঘটনায় হালকা ক্ষয়ক্ষতি হয়েছে কাঠামোটিতে। শুক্রবার (২৮ মার্চ) দুপুর আড়াইটা পেরিয়ে যখন দুর্ঘটনাটি ঘটে, তখন রাস্তায় চলাচল স্বাভাবিক থাকলেও হঠাৎ এই ঘটনায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়ায়।
দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে সংঘটিত এ দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবি ও বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের 'ট্রাফিক এলার্ট' গ্রুপে শেয়ার করেন তানজিদ আহমেদ নামের এক প্রত্যক্ষদর্শী।
তানজিদ আহমেদ বলেন, "ধাক্কার ফলে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পিলারও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।"
তিনি আরও জানান, বাসটির সামনের সারিতে একজন যাত্রী বসে ছিলেন, তবে সৌভাগ্যবশত তিনি কোনো চোট পাননি।
ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পিলারের অবস্থা পরিদর্শন করেছে। যদিও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, তবে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অতিরিক্ত সতর্কতার আহ্বান জানানো হয়েছে।