প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ


প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ

বিশ্ব অর্থনীতি ও বিনিয়োগ নিয়ে আলোচিত আন্তর্জাতিক সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই)’–এর নবম আসরে অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ২৭ থেকে ৩০ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (১৮ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক বৈঠকে সৌদি যুবরাজ ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের পক্ষে আমন্ত্রণপত্রটি ইউনূসের হাতে তুলে দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়াহ।

২০১৭ সালে যাত্রা শুরু করা এই বার্ষিক সম্মেলনে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধান বা শীর্ষ পর্যায়ের প্রতিনিধি আমন্ত্রিত হলেন। সৌদি যুবরাজের এই সম্মানজনক আমন্ত্রণের জন্য অধ্যাপক ইউনূস কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন বলে জানান।

এছাড়া, বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির সময়সূচিতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করায় অধ্যাপক ইউনূস সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×