স্বাধীন পুলিশ কমিশনের প্রস্তাব দিল জাতীয় ঐক্যমত্য কমিশন


স্বাধীন পুলিশ কমিশনের প্রস্তাব দিল জাতীয় ঐক্যমত্য কমিশন

পুলিশি ব্যবস্থায় পেশাদারিত্ব ও স্বচ্ছতা নিশ্চিত করতে 'স্বাধীন পুলিশ কমিশন' গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রোববার (২৭ জুলাই) সকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার সংলাপের ১৯তম দিনে এ প্রস্তাব উপস্থাপন করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

উপস্থাপিত খসড়ায় বলা হয়েছে, পুলিশের কার্যক্রম যেন আইনের আওতায় থেকে দক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে পরিচালিত হয়, তা নিশ্চিত করবে প্রস্তাবিত কমিশন। একইসঙ্গে সাধারণ নাগরিক ও পুলিশ সদস্য—দুই পক্ষের অভিযোগ নিষ্পত্তির দায়িত্বও এই কমিশনের ওপর বর্তাবে।

প্রস্তাব অনুসারে, 'বাংলাদেশ পুলিশ কমিশন' নামে একটি স্বাধীন সংস্থা গঠিত হবে। যার নেতৃত্বে থাকবেন আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি (বয়স ৭২ বছরের কম)। কমিশনের সদস্যসচিব হবেন একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, যিনি ৬২ বছরের নিচে হবেন।

এই কমিশনে সরকার ও বিরোধী উভয় পক্ষের প্রতিনিধিত্ব থাকবে। তাদের মধ্যে থাকবেন—সংসদে সরকার দলীয় নেতা, বিরোধীদলীয় নেতা, স্পিকার এবং ডেপুটি স্পিকার (বিরোধী দলের প্রতিনিধি)–প্রত্যেকে একজন করে প্রতিনিধি মনোনীত করবেন। সেই সঙ্গে ১৫ বছরের অভিজ্ঞ আইনজীবী, ১০ বছরের অভিজ্ঞ মানবাধিকার কর্মী এবং একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিও সদস্য হিসেবে থাকবেন।

কমিশনের গঠনে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে অন্তত দুইজন নারী সদস্য রাখার কথাও বলা হয়েছে খসড়ায়। পাশাপাশি নির্ধারিত কিছু সদস্য বাছাইয়ে গঠিত হবে একটি বাছাই কমিটি, যাতে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদের স্বরাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং একজন ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হাইকোর্ট বিভাগের বিচারক।

কমিশনের চেয়ারপারসন ও সদস্যসচিব পূর্ণকালীন দায়িত্ব পালন করলেও অন্য সাতজন সদস্য দায়িত্ব পালন করবেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। তবে তাদের বৈঠকে অংশগ্রহণ ও অন্যান্য দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন অনুযায়ী সম্মানী বা ভাতা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, কমিশনের দায়িত্ব, ক্ষমতা, জবাবদিহিতা, পদত্যাগ এবং অপসারণের পদ্ধতি নির্ধারিত হবে পৃথক একটি আইনের মাধ্যমে। নীতিগত ও নির্বাহী সিদ্ধান্ত গ্রহণে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতের ভিত্তিতে সিদ্ধান্ত কার্যকর হবে বলেও খসড়ায় উল্লেখ করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×