থানার ওসি চেঞ্জ হয়েছে, আচরণ চেঞ্জ হয় নাই: মোহাম্মদপুরে স্থানীয়রা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:৫০ পিএম, ২৫ জুলাই ২০২৫

মোহাম্মদপুর থানা এলাকায় পুলিশের অপেশাদারী আচরণের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছে স্থানীয়রা। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বিক্ষোভকারীরা মোহাম্মদপুর থানা পুলিশের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে থানায় তালা দেওয়ার হুমকি দেন।
স্থানীয়রা অভিযোগ করেন, প্রায় এক বছর আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছিল এই এলাকায়। কিন্তু সেই সময় প্রশাসন তাদের পক্ষে ছিল। আওয়ামী লীগের পরিবর্তন ঘটলেও পুলিশের আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি। থানার ওসি বদলানো হয়েছে, কিন্তু আচরণ বদলায়নি।
তারা আরও বলেন, আজও কোনো তদবির ছাড়া জিডি নেওয়া হয় না। কোনো নেতার ফোন না থাকলে অভিযোগ গ্রহণ করা হয় না।” বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন, “ভাইরাল হলে বিচার হয়, গ্রেপ্তার হয়— তাহলে আমাদের পুলিশ কি শুধু ফেসবুক চালায়? ফেসবুকে ভাইরাল হলে গ্রেপ্তার করা হয়? তাহলে পুলিশের কাজ কি শুধু ফেসবুকে ভাইরাল হওয়া বিষয়ক অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া?
তারা পুলিশের এই আচরণের জন্য জীবন দেয়ার কথাও স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের অসংখ্য ভাই আহত হয়েছেন, তাদের আহত হওয়ার কারণ কি? আমরা স্পষ্ট জানাতে চাই, যদি পুলিশ প্রশাসন সঠিক কাজ না করে, তাহলে থানার কোনো প্রয়োজন নেই। আমরা থানায় তালা লাগিয়ে দেবো। পুলিশের বেতন দেওয়ার দরকার নেই।
তিনটি প্রধান দাবি তারা তুলে ধরেছেন— ওসি ইফতেখারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের দ্রুত অপসারণ, পুলিশ প্রশাসনের ঢালাও সংস্কার, এবং মোহাম্মদপুরে প্রতিমাসে গ্রেপ্তার হওয়া চাঁদাবাজ, ছিনতাইকারী ও সন্ত্রাসীদের সংখ্যাসহ তথ্য জনসমক্ষে প্রকাশ করা।
বিক্ষোভকারীরা বলেন, আমরা এই দাবিসমূহ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এডিসি এবং উপদেষ্টাদের কাছে যাব। যদি তারা প্রয়োজনীয় ব্যবস্থা না নেন, আমরা থানায় তালা লাগাব। পুলিশ যদি কার্যকর না হয়, আমরা এ ধরনের পুলিশ চাই না।
তারা আরও দাবি করেন, আমাদের হিসাব মতে, মোহাম্মদপুরে প্রায় ৩০ জন ভাই শহীদ হয়েছেন, এবং সংখ্যাটি এরও বেশি হতে পারে।