যৌথ সামরিক মহড়া 'টাইগার লাইটনিং ২০২৫' শুরু সিলেটে


যৌথ সামরিক মহড়া 'টাইগার লাইটনিং ২০২৫' শুরু সিলেটে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ সামরিক অনুশীলন ‘টাইগার লাইটনিং ২০২৫’ শুরু হয়েছে সিলেটে, যা প্রতিরক্ষা কৌশলে পারস্পরিক সক্ষমতা বৃদ্ধির একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এই ছয় দিনব্যাপী সামরিক মহড়া আজ শুক্রবার, ২৫ জুলাই, সিলেটের জালালাবাদ সেনানিবাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্যারা কমান্ডো ব্রিগেডের প্রাঙ্গণে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল, মেজর জেনারেল অ্যাসকট এ উইন্টার।

মহড়াটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং এটি চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই অনুশীলনের মূল লক্ষ্য হলো কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সন্ত্রাস দমনসহ মানবিক সহায়তা কার্যক্রমে পারস্পরিক প্রস্তুতি ও সমন্বয় জোরদার করা।

সংযুক্তভাবে অংশ নিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ জন এবং যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের ৬৬ জন সেনাসদস্য।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো বৈশ্বিক হুমকি মোকাবিলায় বদ্ধপরিকর এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সমবেতভাবে কাজ করে আসছে।”

এই মহড়া অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সামরিক সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছে আইএসপিআর।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর এয়ার ডিফেন্স পরিদপ্তরের পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক এবং প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×