রোববার নির্বাচন পর্যবেক্ষক চেয়ে গণবিজ্ঞপ্তি দেবে ইসি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:৫২ পিএম, ২৪ জুলাই ২০২৫

আগামী রোববার, ২৭ জুলাই, দেশজুড়ে নতুনভাবে নির্বাচন পর্যবেক্ষণের জন্য নিবন্ধিত সংস্থা আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ সিদ্ধান্ত এমন সময় এলো, যখন কমিশন সদ্য বাতিল করেছে আগের সরকারের আমলে অনুমোদন পাওয়া ৯৬টি সংস্থার নিবন্ধন।
নির্বাচন কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নতুন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ইসি। কমিশনের অনুমোদন ইতোমধ্যে পাওয়া গেছে, যা রোববারই কার্যকর হবে। তিনি আরও বলেন, নতুন করে যেসব আবেদন আসবে, সেগুলো যাচাই-বাছাই করা হবে সংশোধিত নীতিমালার আওতায়। তবে পর্যবেক্ষক সংস্থা চূড়ান্ত করতে হলে কমিশনের অনুমোদন নিতে হবে।
এর আগে গত বৃহস্পতিবার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন বাতিল করে দেয় ২০২৩ সালের পুরনো নীতিমালা এবং একই সঙ্গে আওয়ামী লীগের শাসনামলে নিবন্ধন পাওয়া ৯৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার অনুমোদনও। নতুন নীতিমালার ভিত্তিতে ভবিষ্যতে সংস্থাগুলোকে নিবন্ধন দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এই পদক্ষেপের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্যবেক্ষক নিবন্ধনের নতুন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ইসি।
উল্লেখ্য, দেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য নিবন্ধন ব্যবস্থার সূচনা হয় ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে। সেবার ১৩৮টি সংস্থা নিবন্ধন লাভ করে এবং তাদের আওতায় ১ লাখ ৫৯ হাজার ১১৩ জন পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় ৩৫টি সংস্থা, যাদের ৮ হাজার ৮৭৪ জন প্রতিনিধির মাধ্যমে পর্যবেক্ষণ পরিচালিত হয়।
এরপর ২০১৮ সালের একাদশ নির্বাচনে অংশ নেয় ১১৮টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮১টি দেশীয় সংস্থা, যারা ২৫ হাজার ৯০০ জন পর্যবেক্ষক নিয়োগ দেয়।
সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে ৯৬টি নিবন্ধিত সংস্থার মধ্যে প্রায় ৮০টি, যাদের মাধ্যমে মোট ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষক মাঠে কাজ করেন।
নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নীতিমালার আলোকে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রক্রিয়া শিগগিরই শুরু করবে নির্বাচন কমিশন।