স্মার্ট কার্ড পেলেও সার্ভারে নেই বায়োমেট্রিক তথ্য, ভোগান্তিতে ভোটাররা


স্মার্ট কার্ড পেলেও সার্ভারে নেই বায়োমেট্রিক তথ্য, ভোগান্তিতে ভোটাররা

স্মার্ট জাতীয় পরিচয়পত্র হাতে পেলেও অনেক ভোটারের বায়োমেট্রিক তথ্য এখনো আপডেট হয়নি নির্বাচন কমিশনের সার্ভারে, যার ফলে নানান অসুবিধায় পড়ছেন তারা।

সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এই গুরুতর সমস্যার বিষয়টি তুলে ধরেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম। তিনি বলেন, ‘মাঠপর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ করা হলেও অনেকক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারদের বায়োমেট্রিক ডাটা সার্ভারে আপডেট হয়নি। ফলে ভোটাররা ভোগান্তির শিকার হচ্ছেন।’

এই অব্যবস্থার পরিপ্রেক্ষিতে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেসব ভোটারের বায়োমেট্রিক তথ্য এখনো সার্ভারে সংযুক্ত হয়নি, সেই তথ্য দ্রুত আপডেট করার উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখযোগ্য যে, সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জনে। এর মধ্যে স্মার্ট কার্ড বিতরণ হয়েছে ৬ কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৩৪৯ জনকে। বাকি ৫ কোটি ২৭ লাখ ৮১১ জন এখনও এই সুবিধার বাইরে রয়েছেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা মনে করছেন, তথ্য হালনাগাদের এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন না হলে ভবিষ্যতে আরও বড় পরিসরে সমস্যার মুখে পড়তে হতে পারে নাগরিকদের।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×