একই সাথে খেলাধুলা করা তিন শিশু, এখন পাশাপাশি কবরে শুয়ে আছে
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:৩২ পিএম, ২২ জুলাই ২০২৫

স্কুল থেকে কোচিং, তারপর বাড়ি ফেরা—এটাই ছিল তাদের প্রতিদিনের রুটিন। সেই ধারাবাহিকতাতেই সোমবার সকালে একসঙ্গে স্কুলে গিয়েছিল আরিয়ান, বাপ্পি ও উমায়ের। কিন্তু সেই দিনের শেষটা হয়ে উঠলো হৃদয়বিদারক এক ট্র্যাজেডি। বাড়ি ফিরেছে তারা, তবে নিথর দেহ হয়ে।
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলের পাশে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছে এই তিন শিশু। তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়া এই তিনজন ছিল একই পরিবারের সদস্য এবং দিয়াবাড়ির তারারটেক মসজিদ এলাকার বাসিন্দা। পাশাপাশি বড় হওয়া এই বন্ধুরা মৃত্যুর ঘটনাতেও একসাথেই রইলো।
মঙ্গলবার সরেজমিনে গেলে দেখা যায়, শিশুদের প্রাণচাঞ্চল্যে মুখর সেই এলাকা আজ নিস্তব্ধ। যে উঠোনে তারা সদ্য খেলাধুলায় মেতে ছিল, সেখানেই এখন পাশাপাশি তিনটি কবরে শায়িত। কান্নায় ভেঙে পড়েছেন স্বজন, বন্ধু, সহপাঠী এবং প্রতিবেশীরা।
পরিবারের কনিষ্ঠ সন্তানদের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। সবার চোখেই ছিল অশ্রু আর মুখে একই আর্তনাদ—
"এ বিদায় কষ্টের, এ বিদায় মেনে নেয়ার মতো নয়।"
সূত্র: বিবিসি নিউজ বাংলা