রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৪৬ পিএম, ২২ জুলাই ২০২৫

ঢাকার মিরপুরের শেওড়াপাড়ায় একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে শামীম সরণি এলাকার ওই ভবনে আগুন লাগে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
তবে আগুন কীভাবে লাগলো, বা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—সেসব বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য মেলেনি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানানো হবে।
এই ঘটনার ফলে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন বলেও জানা গেছে।