গোপালগঞ্জে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা


গোপালগঞ্জে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে ঘটে যাওয়া সহিংস ঘটনার পর আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা ও সার্বিক খোঁজ-খবর নেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক ফয়সল হাসান বাসস-কে জানান, বুধবারের সমাবেশে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়। এই কারফিউ আগামীকাল সকাল ১১টা পর্যন্ত কার্যকর থাকবে। তবে ১১টা থেকে ২টা পর্যন্ত সাময়িক বিরতির পর ফের কারফিউ বলবৎ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, সংঘর্ষে মোট ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে ইতোমধ্যে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও ৩ জনকে হাসপাতালে আনার প্রক্রিয়া চলছে।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×