‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি


‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি

‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আগামীকাল বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘জুলাই শহিদ দিবস’ স্মরণে ১৬ জুলাই সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

এই দিনে বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়াও, শহিদদের আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও শহিদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×