মোদিকে হাড়িভাঙা আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:৫২ পিএম, ১৩ জুলাই ২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য এক হাজার কেজি হাড়িভাঙা আম উপহার হিসেবে পাঠাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সরকারি সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই উপহার কূটনীতির অংশ হিসেবে পাঠানো হচ্ছে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা জানান, সোমবার আমের চালানটি দিল্লিতে পৌঁছাবে। সেখানে পৌঁছানোর পর এই আম ভারতের প্রধানমন্ত্রী, বিভিন্ন কূটনীতিক এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বিতরণ করা হবে, বন্ধুত্বের প্রতীক হিসেবে।
একইভাবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও হাড়িভাঙা আম পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিদের জন্য ৩০০ কেজি হাড়িভাঙা আম পাঠানো হয়, যা আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬০টি কার্টনে রপ্তানি করা হয়।
প্রতিবছর বাংলাদেশ সরকার ত্রিপুরার সরকার ও বিশিষ্টজনদের জন্য মৌসুমি ফল, বিশেষ করে আম উপহার পাঠিয়ে থাকে। এর প্রতিদানে ত্রিপুরা সরকারও বাংলাদেশকে উপহার হিসেবে তাদের বিখ্যাত রসালো ‘কুইন’ জাতের আনারস পাঠায়।