চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট ডিগ্রি পেলেন ড. ইউনূস


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট ডিগ্রি পেলেন ড. ইউনূস

একসময় যে শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন, সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ডি লিট ডিগ্রি পেলেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য নোবেল জয়ী অধ্যাপককে এই ডিগ্রি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ড. মুহাম্মদ ইউনূসের হাতে ডি লিট ডিগ্রি তুলে দেন উপাচার্য ড. ইয়াহ্ইয়া আখতার।

এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

এদিকে অন্তর্র্বতী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ (বুধবার) প্রথমবার চট্টগ্রাম সফরে গেছেন ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×