জৌলুস ফিরল সদরঘাটে, ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়


জৌলুস ফিরল সদরঘাটে, ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

ঈদুল ফিতরের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে বাড়ি ফেরা মানুষের ঢল। সড়কপথে ভীড় থাকলেও অনেকটা নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। শেকড়ের টানে সড়কের মতো নদীপথেও যাত্রা করছেন ঘরমুখো মানুষ। রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাটে শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকেই যাত্রীদের উপচেপড়া ভিড়।

ঈদযাত্রার শুরুর দিনগুলোতে জৌলুসহীন সদরঘাটের চিত্র দৃশ্যমান হলেও পঞ্চম দিনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে পুরোনো সেই জৌলুস ফিরিয়ে এনেছে।
 
যাত্রীরা বলছেন, ‘এই লঞ্চ শুধু স্বাচ্ছন্দ্যের বাহন হিসেবে নয় ঐতিহ্যের বাহক হিসেবেও তাদের প্রথম পছন্দ।’

ঈদযাত্রা নিয়ে সতর্ক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশনা, অতিরিক্ত ভাড়া কিংবা বাড়তি যাত্রী নিলেই কেড়ে নেয়া হবে লঞ্চের লাইসেন্স।
 
এদিকে, রেলপথেও যাত্রীর চাপ রয়েছে। তবে সকাল থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ছিল না কোন সিডিউল বিপর্যয়। সঙ্গে রয়েছে ঢোকার পথে চেকিংয়ের ব্যবস্থা। ঈদযাত্রায় ট্রেনের ছাদে যাত্রী ওঠা রোধে কঠোর ব্যবস্থা নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। অনেকে ছাদে ওঠার চেষ্টা করলেও তাদের নামিয়ে দেয়া হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×