ঢাকায় আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা


ঢাকায় আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা

একদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলে। 

জেনারেল ভোয়েলে সোমবার (২৪ মার্চ) রাতে ঢাকায় আসার কথা রয়েছে।  

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে আজ রাতে ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলে। রাত ১০টার দিকে তাদের ঢাকায় পৌঁছানোর কথা।

জানা গেছে, ঢাকা সফরকালে জেনারেল ভোয়েলে মঙ্গলবার (২৫ মার্চ) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ করবেন। এ ছাড়া, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

প্রধান উপদেষ্টার চীন সফরের আগে মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বেশ অর্থবহ জানিয়ে ঢাকার একটি কূটনৈতিক সূত্র ধারণা করছে, এ সফরে ভোয়েলে সংশ্লিষ্টদেরসঙ্গে মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশ সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা নিয়ে আলোচনা করবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×