কুতুববাগীর ওরস বন্ধের দাবিতে সড়কে স্থানীয় আলেম-ওলামা ও এলাকাবাসী
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:১৩ পিএম, ২৭ জানুয়ারী ২০২৫

কুতুববাগীর ওরস বন্ধের দাবিতে ঢাকা উত্তর সিটির তেজগাঁও কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন স্থানীয় আলেম-ওলামা ও এলাকাবাসীরা।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার পর প্রায় শতাধিক আলেম-ওলামা ও স্থানীয় বাসিন্দা কুতুববাগীর ওরস বন্ধের দাবিতে ফার্মগেট এলাকায় জড়ো হন।
পরে তেজগাঁও কলেজের সামনে থেকে একটি মিছিল নিয়ে তারা কুতুববাগ দরবার শরীফের মূল ভবনের সামনের দিকে এগিয়ে যান। ওই সময় সড়কের পাশে ওরস উপলক্ষে তৈরি করা আলোকসজ্জাসহ অস্থায়ী স্থাপনা ভাঙচুর করা হয়। একই সময় তারা ‘কুতুববাগীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আল-কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো’ এমন নানা স্লোগান দেন।
পরবর্তী উত্তেজিত জনতা আনোয়ারা মাঠের সামনে গড়ে তোলা ওরসের গেট ও পেন্ডেলের সামনেও ভাঙচুরের চেষ্টা চালালে আলেমরা তাতে বাধা দেন। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক থেকে তাদের সরে যেতে বলে। তবে পরে ফের তেজগাঁও কলেজের সামনে অবস্থান নেন স্থানীয় আলেম-ওলামা ও এলাকাবাসীরা।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৪ জানুয়ারি) সাভারে শুকুর আলী শাহ ফকিরের মাজারে ৬৬তম ওরসের আয়োজন করা হয়। এ উপলক্ষে সেদিন সন্ধ্যায় মিলাদ মাহফিল ও তবারক বিতরণ শেষে রাতে বাউলগান হওয়ার কথা ছিল। তবে, বিকেল সাড়ে ৪টার দিকে ধামরাই ওলামা পরিষদ ও ইমাম পরিষদের নেতা-কর্মী ছাড়াও স্থানীয় কয়েকটি মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মাজারের অদূরে অর্জুন নালাই জামে মসজিদে জড়ো হন। তারা গান বাউল গান বন্ধের দাবি জানান। পরবর্তী ওরস বন্ধ করে দেয়া হয়। তবে রাতের দিকে ৫০-৬০ জনের একটি দল মাজারটি ভেঙে গুঁড়িয়ে দেন।