স্বরাষ্ট্র সচিব হলেন নাসিমুল গনি


স্বরাষ্ট্র সচিব হলেন নাসিমুল গনি
নাসিমুল গনি

রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। 

রোববার (২২ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নাসিমুল গনি ২০২৪ সালেল ১৮ আগস্ট সিনিয়র সচিব হিসেবে রাষ্ট্রপতির কার্যালয়ে যোগ দেন। 

তিনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। 

নাসিমুল গনি মির্জাপুর ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কৃতি ছাত্র ছিলেন। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ১৯৭৩ সালে এসএসসি ও ১৯৭৫ সালে এইচএসসি পাশ করেন। ঢাবির অর্থনীতি বিভাগ থেকে ১৯৮০ সালে অনার্স ও ১৯৮১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×