বৈঠকে জাতীয় ঐকমত্যে একমত হয়েছে সবাই: আসিফ নজরুল


বৈঠকে জাতীয় ঐকমত্যে একমত হয়েছে সবাই: আসিফ নজরুল
আসিফ নজরুল

বাংলাদেশকে দুর্বল, শক্তিহীনও নতজানু ভাববার কোন অবকাশ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। 

বুধবার (৪ ডিসেম্বর) বিকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 
 
আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন ও নতজানু ভাববার কোন অবকাশ নেই। জাতীয় ঐকমত্যে একমত হয়েছে সবাই। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন ঘোষণার তাগিদ দেওয়া হয়েছে।’ 

দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠক আহ্বান করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকাল চারটায় শুরু হয় বৈঠক। 

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের ইস্যুতে কোন ছাড় নয়। চরমপন্থা যেদিক থেকেই আসুক, বরদাস্ত করা হবে না।’ 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক বলেন, ‘ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাহলে ভারতকেও বিপদে পরতে হবে। তাদের আগুন নিয়ে না খেলার আহ্বান জানাই। ভারত ও বাংলাদেশ ইস্যুতে জাতীয় ঐক্যের প্রশ্নে সবাই একমত হয়েছেন৷’

গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি বলেন, ‘পুরো দেশে জাতীয় ঐক্য প্রকাশে সর্বস্তরের মানুষকে নিয়ে সমাবেশ করার আহ্বান করা হয়েছে। একটি জাতীয় কাউন্সিল করার আহ্বান আমরা জানিয়েছি।’ 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×