জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা


জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা
শফিকুল আলম

দেশের চলমান বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে তিনি সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় আমাদের ছাত্র নেতাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা। কাল বুধবার (৪ ডিসেম্বর) তিনি সব রাজনৈতিক দল ও পর দিন বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তিনি ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বসবেন।’

প্রেস সচিব আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা সবার সঙ্গে সংলাপের আহ্বান করেছেন। তিনি তাদের সঙ্গে বসবেন। বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য। তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×