২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ


২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
আবুল ফজল মো. সানাউল্লাহ

আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২ ডিসেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ‘আগামী বছরের ২ মার্চের পর থেকে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদকৃত এসব ভোটার ২০২৬ সালে নতুন ভোটার হিসেবে যুক্ত হবে।’

মো. সানাউল্লাহ বলেন, ‘এখন পর্যন্ত ১৭ লাখ ডেটা হাতে আছে, যারা ২০২৫ সালের ১ জানুয়ারি নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন।’
 
ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ বলেন, ‘১ জানুয়ারি আইন অনুযায়ী প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রস্তুত করে প্রকাশ করা হয়। খসড়া তালিকা প্রকাশের পর কেউ যদি মনে করে সে খসড়া তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়নি, তখন তার আবেদনের পরিপ্রেক্ষিতে ভোটার হওয়ার যোগ্য হলে ভোটার হিসেবে গণ্য করা হয়।’

এর আগে বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রথম বারের মত বৈঠকে বসে নতুন নির্বাচন কমিশন (ইসি)। এতে চার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×