সিভিল সার্ভিসে ‍‘ক্যাডার’ শব্দ বাদ দেয়ার সুপারিশ করবে কমিশন


সিভিল সার্ভিসে ‍‘ক্যাডার’ শব্দ বাদ দেয়ার সুপারিশ করবে কমিশন
মো. মোখলেস উর রহমান

সিভিল সার্ভিসে ‘ক্যাডার’ শব্দটি নেতিবাচক হওয়ায় অন্তর্বর্তী সরকারের কাছে বাদ দেয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের ১২তম বৈঠক শেষে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ কথা জানান।
 
তিনি বলেন, ‘সরকারি সেবার ব্যাপারে জনসাধারণের অসন্তোষ রয়েছে। নেতিবাচক ধারণা আছে আমলাতন্ত্র নিয়ে। এখনও ভূমি রেজিস্ট্রি ও এসিল্যান্ড অফিসে ঘুষ দেয়া নেয়া হচ্ছে। পাবলিক হেয়ারিংয়ে এ তথ্য পাওয়া গেছে।’
 
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মূয়ীদ চৌধুরী বলেন, ‘জনপ্রশাসনে কাঠামোগত ও মানসিক পরিবর্তন দরকার, আমলারাই আমলাদের বেশি ক্ষতি করছে।’
  
আমলাতান্ত্রিক মানসিকতা দূর করে, মানুষকে সেবা দেয়ার মনোভাব সৃষ্টিতে, জনপ্রশাসনে কাঠামোগত ও মানসিক পরিবর্তনের সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। এক্ষেত্রে মাঠ পর্যায়ে জনগণের মতামত নেয়া। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত সুপারিশ জমা দেয়া হবে হবে বলেও জানান আব্দুল মূয়ীদ। 
 
এ দিকে, পদোন্নতি ও বেতন বৈষম্য দূর করাসহ নয় দফা দাবি বিবেচনার আশ্বাস দেয়ায় আগামী ৪ ডিসেম্বরের ‘মহা সমাবেশের কর্মসূচি’ প্রত্যাহার করেছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।
 
এ নিয়ে মোখলেস উর রহমান বলেন, ‘যেসব দাবি কর্মচারীরা তুলে ধরেছেন, তা যৌক্তিক। তবে, সব দাবি শতভাগ বাস্তবায়ন করা কঠিন। ধাপে ধাপে তাদের দাবি বাস্তবায়ন করা হবে। এছাড়া, একই পরিবারের সদস্য হওয়ার ক্ষেত্রে কোন সমস্যা হবে না।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×