তিন সচিবের দপ্তর পরিবর্তন, রেল সচিব ওএসডি


তিন সচিবের দপ্তর পরিবর্তন, রেল সচিব ওএসডি

তিন মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল করেছে সরকার। এছাড়া, আরেক সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পরিবর্তন আনা হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আকমল হোসেন আজাদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগে তার স্থলাভিষিক্ত হয়েছেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমান।

এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মো. ফাহিমুল ইসলাম।

ফাহিমুল ইসলাম এর পূর্বে সেতু বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব থাকাকালীন গেল ৭ অক্টোবর তিনি সেতু বিভাগের সচিব হন।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মকর্তাদের পদায়নের পরপরই তা পরিবর্তনের ঘটনা এর পূর্বেও বেশ কয়েক বার দেখা গেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×