সরকারি চাকরিতে আবেদন ফি কমছে


সরকারি চাকরিতে আবেদন ফি কমছে

সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা  আসিফ মাহমুদ। এ বিষয়ে সরকার দ্রুতই আদেশ জারি করবে বলে জানান তিনি ।

আজ রবিবার (১৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি। পোস্টে ক্রীড়া উপদেষ্টা লিখেন, ‘চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসেসমেন্ট শেষে জারি হবে সরকারি আদেশ।’

যদিও এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর বিষয়ে লিখেছিলেন। তিনি বলেছিলেন, ‘চাকুরিতে আবেদন ফি বেকার যুবকদের সাথে প্রহসন। আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে। এর বেশি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×